বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী মো. আসাদুল হাবিব দুলুর অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলের ওপর রুল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৭ আগস্ট (রোববার) রায় দেবেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ঠিক করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আব্দুর রেজাক খান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রউফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এক কোটি ৬১ লাখ ৮ হাজার ৩৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল আহসান ২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাটে এ মামলা করেন। একই সালের ২৯ সেপ্টেম্বর এ মামলায় চার্জশিট দেওয়া হয়। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু।

হাইকোর্ট ২০১০ সালের ২৫ আগস্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন। মঙ্গলবার সেই রুলের ওপর শুনানি শেষে রায়ের জন্য আগামী রোববার দিন ঠিক করা হয়।

এমএইচডি/ওএফ