সরকারিভাবে সৌদিতে হজে গিয়ে ভিক্ষা করার অভিযোগে দেশে ফিরে গ্রেপ্তার হয়েছিলেন মো. মতিয়ার রহমান। আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

রোববার শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। 

২২ জুন বিকেলে মদিনা শরীফে ভিক্ষা করার সময় সৌদি পুলিশ মতিয়ারকে গ্রেপ্তার করে। ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। 

পরে ৫ আগস্ট হজ শেষে ফেরার সময় ঢাকার বিমানবন্দর থেকে তিনি গ্রেপ্তার হন। পরে ৬ আগস্ট আদালতে তাকে  হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ তিনি জামিন পেলেন। 

আরএইচ