রাজশাহী সিটি করপোরেশন এলাকায় থাকা ৯৫২টি পুকুর সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব পুকুরে যেন মাটি ভরাট না করতে পারে তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ আগস্ট) বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় থাকা ৯৫২টি পুকুর সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংস্থা। হাইকোর্ট তখন রুল জারির পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় কত পুকুর আছে, তা জানাতে রাজশাহী জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেন।

হাইকোর্টে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় ৯৫২টি পুকুর রয়েছে।

এমএইচডি/জেডএস