ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির অনার্স, এমএসএম ও ইভিনিং কোর্স কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১৭ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ রুলের লিখিত আদেশ প্রকাশ করেছেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক ও মো. মনজুর নাহিদ।

স্বাস্থ্য সচিব, সমাজ কল্যাণ সচিব, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার অনীক আর হক ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮-তে স্পিচ থেরাপির ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা আছে কোন প্রতিষ্ঠান কি কি বিষয় পড়াতে পারবে। আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিএসসি ডিগ্রি দেওয়ার ক্ষমতা দেওয়া আছে। এর ব্যত্যায় ঘটিয়ে তারা অনার্স, এমএসএস ও ইভিনিং কোর্সসহ চারটি কোর্স চালু করে। যেটা আইন দ্বারা তারা পরিচালনা করতে পারে না। 

গত ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্স পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের প্রেসিডেন্ট ফিদা আলম শামস এ রিট দায়ের করেন।

এমএইচডি/ওএফ