রাজধানীর বাড্ডা এলাকায় সৈয়দ আবদুল আলা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় দুই ভাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছন। তারা হলেন, মোহাম্মদ আলী মিঠু ও সৈয়দ মুসা মনি। তারা দুজনেই নিহত সৈয়দ আবদুল আলার সহোদর।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা তাদের দুজনকে আদালতে হাজির করেন। এ সময় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল আসামি মোহাম্মদ আলী মিঠু ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আসামি সৈয়দ মুসা মনির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ বলা হয়, মাদকের টাকা না পেয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সৈয়দ আবদুল আলা তার বাবা সৈয়দ আবদুস সালামকে (৯১) লাঠি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার দুই ভাই আবদুল আলাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করা হয়।

টিএইচ/ওএফ