আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার নাছির উদ্দিন ওরফে কিলার নাছিরের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। তিনি কিলার নাছিরের জামিন স্থগিতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

গত ২৮ আগস্ট আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার নাছির উদ্দিন ওরফে কিলার নাছিরকে জামিন দেন হাইকোর্ট।

পরে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৯ এপ্রিল জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, কিলার নাছিরসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। এ পাঁচ আসামির অন্যরা হলেন আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ ও আরফান উল্লাহ। এ ছাড়া মাসুম মোহাম্মদ ওরফে আকাশ নামের আরেক আসামি কারাগারে আছেন।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় যানজটে আটকে পড়া গাড়িতে থাকা জাহিদুল ইসলামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান জাহিদুল। সেখানে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়াও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এমএইচডি/আরএইচ