বগুড়ার কাহালু পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র আবদুল মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন আইনজীবী আকতার রসুল মুরাদ, সৈয়দ নুরে আলম সিদ্দিকী ও মোসাদ্দেক বিল্লাহ।

আইনজীবীরা জানান, সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ কাহালু থানায় বিএনপির মেয়র আবদুল মান্নান, কাউন্সিলর ইউসুফ আলীসহ ১৩ জনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জন অজ্ঞাতের বিরুদ্ধে ২০২১ সালের ১৩ আগস্ট একটি মামলা করেন। মামলায় একই বছরের ২২ নভেম্বর পুলিশ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরে চলতি বছরের ৭ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র ও প্যানেল মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়।

এর বৈধতা চ্যালেঞ্জ মেয়র আব্দুল মান্নান ও কাউন্সিলর ইউসুফ আলী হাইকোর্টে রিট করেন। আদালত দুজনের বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন।

এমএইচডি/আরএইচ