বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ৫৯টি ধার্য তারিখেও প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি আরও ১৮০ কার্যদিবস সময় চেয়ে আবেদন করে।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৩০ কার্যদিবস সময় বাড়িয়েছেন।

রিজার্ভ চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান গত ২৭ সেপ্টেম্বর সময় বাড়ানোর আবেদন করেন। আদালত তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে ৪ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। 

তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। আদালত মামলার প্রতিবেদন দাখিলের জন্য ৩০ কার্যদিবস সময় বাড়িয়েছেন। 

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা ধারণা করেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করেন। 

এনআর/আরএইচ