প্রতীকী ছবি

মাদক মামলার নথি হারানোর ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চসহকারী মো. সামছুদ্দিন ও সহযোগী সেলিম উদ্দিনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন। এ দিন কোতোয়ালী থানার মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন। একই সঙ্গে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

এ সময় আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ২০১৯ সালের ৩১ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক বিশেষ দায়রা মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে ফেরত পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলোর মধ্যে বিশেষ দায়রা মামলা নং ২৫/২০১৩ নথি পাওয়া যায়নি। প্রথমে বিষয়টি ওই ট্রাইব্যুনালের জারিকারক মো. কবির হোসেন প্রশাসনিক কর্মকর্তা অখন্দ মো. সিকেন্দারকে অবহিত করেন। পরবর্তী সময়ে ওই ট্রাইব্যুনালে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানকে বিষয়টি অবহিত করলে তিনি গত ১১ ফেব্রুয়ারি বেঞ্চসহকারী মো. সামছুদ্দিন ও তার সহকারী সেলিমেকে নথি খুঁজে বের করার নির্দেশ দেন।

তারা নথি খুঁজে বের করতে না পারায় বিচারক তাদের গত ১৬ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেন। এরপরও আসামিরা নথি না পাওয়ার বিষয়ে কোনো সন্তোষজনক জবাব না দেওয়ায় তাদের বিরুদ্ধে সোমবার (১ মার্চ) মামলা করার সিদ্ধান্ত দেন বিচারক। সে অনুযায়ী জারিকারক কবির হোসেন রাজধানীর কোতোয়ালী থানায় একটি মামলা করেন। মামলার পরই পেশকার মো. সামছুদ্দিন ও সেরেস্তা সহকারী সেলিমেকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ডের আবেদনে আরও বলা হয়, মামলা নথি রক্ষণাবেক্ষণের দায়িত্বে কর্মরত বেঞ্চসহকারী মো. সামছুদ্দিন ও তার সহকারী সেলিমের ওপর ছিল। তারা সরকারি কর্মচারী হয়েও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন।

টিএইচ/এফআর