দৈনিক ঢাকা প্রতিদিনের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিলের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে দৈনিক ঢাকা প্রতিদিনের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করে ঢাকার জেলা প্রশাসক। পরে ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ন পত্রিকাটির ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।

গত ১০ সেপ্টেম্বর  জাতীয় প্রেস ক্লাবে ঢাকা প্রতিদিনের ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়।

তারা বলেন, ঠুনকো একটি অজুহাতে ব্যক্তি বিশেষের ইচ্ছায় ঢাকা প্রতিদিনের ডিক্লারেশন বাতিল ৭ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা আরো বলেন, ড. তাজুল ইসলাম একজন সরকারি কর্মকর্তা, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কীভাবে? তা অবিলম্বে দুদক ও এনবিআরকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা  নেওয়ার আহ্বান জানাই। 

একই সঙ্গে সরকারি ওই কর্মকর্তার কাছে থাকা অস্ত্র দিয়ে ঢাকা প্রতিদিনের সম্পাদককে ভয়-ভীতি প্রদর্শন করাও সংবাদমাধ্যমের জন্য হুমকি বলে কঠোর নিন্দা জানান সাংবাদিক নেতারা।  

এমএইচডি/আরএইচ