তাহমিদ তাজওয়ার তূর্যের ব্যারিস্টার অব ল’ ডিগ্রি অর্জন
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজুর ছেলে তাহমিদ তাজওয়ার তূর্য বার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করেছেন। লন্ডনের লিংকন্স ইন থেকে গত ১১ অক্টোবর অনুষ্ঠিত কনভোকেশনে তুর্য বার অ্যাট ল’ সনদ গ্রহন করেন।
তাহমিদ তাজওয়ার তূর্য ২০২০ সালে ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস্ থেকে মাস্টার্স অব ল’ (বাণিজ্যিক আইন) ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড, বৃষ্টল থেকে বার ট্রেনিং কোর্স (বি.টি.সি) সম্পন্ন করেন তিনি।
বিজ্ঞাপন
২০১৪ সালে ঢাকা মানারাত ইন্টারন্যাশনাল কলেজ থেকে ‘ও’ লেভেল এবং ২০১৫ সালে ও ২০১৯ সালে ব্রিটিশ ল’ অ্যাট লন্ডন কলেজের অধীনে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস (এলসিএলএস) থেকে যথাক্রমে ‘এ’ লেভেল ও অনার্স ডিগ্রি শেষ করেন।
তাহমিদ তাজওয়ার তূর্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পশ্চিম কোশুন্ডা গ্রামে। তার মা সেলিনা আক্তার চৌধুরী সুপ্রিম কোর্টের আইনজীবী। তূর্য ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করেছেন। ছেলেবেলা থেকেই ফুটবল ও ক্রিকেটের প্রতি বিশেষ ঝোঁক রয়েছে। তিনি একজন ভালো আইনজীবী ও মানবিক আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন। তূর্যর পেশাগত সফলতা ও সুস্বাস্থ্যের জন্য তার দাদু, বাবা-মা ও তার একমাত্র বোন ফাতেহা নূর তাহিয়া সবা কাছে দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার তুর্যের বাবা অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু বলেন, গত ১১ অক্টোবর লন্ডনের লিংকন্স ইন থেকে আমার ছেলে ব্যারিস্টারি সনদ গ্রহণ করেছেন। এ সময় তার মা অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী সঙ্গে ছিলেন। পারিবারিক কারণ ও পেশাগত দায়িত্ববোধের কারণে ছেলের কনভোকেশন অনুষ্ঠানে যেতে পারিনি।
এমএইচডি/এসএম