আইনজীবী আটক রাখার অভিযোগে বিক্ষোভ, সিএমএম গেটে তালা
সিএমএম আদালতের সামনে বিক্ষুব্ধ আইনজীবীরা
ঢাকা আইনজীবী সমিতির এক সদস্যকে ২ ঘণ্টা আটক রাখার অভিযোগে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন আইনজীবীরা। এ সময় তারা মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
বুধবার (২৩ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঢাকার সিএমএম আদালতে এই আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ আইনজীবীরা।
বিজ্ঞাপন
এসময় সিএমএম-এর মূল ফটকে তালা ঝুলিয়ে তারা আদালত বর্জন করেন।
জানা গেছে, ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. রুবেল আহমেদ ভূঁইয়া মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে যান। সেসময় তিনি পেশকারের কাছে বিচারকের আসার সময় জানতে চান। সকাল সাড়ে দশটায় বিচারক এজলাসে উঠবেন বলে পেশকার তাকে জানান।
বিজ্ঞাপন
আইনজীবী মো. রুবেল আহমেদ ভূঁইয়া বলেন, বেলা ১১ টার পরেও বিচারক এজলাসে না আসায় পেশকারের কাছে সঠিক সময় জানতে চাই। পরে বিচারক এজলাসে আসার পর মামলা শুনানির জন্য ডাক দিলে আমি সামনে যাই। বিচারক আমাকে বলেন, আপনি কোর্টে বিশৃংখলা সৃষ্টি করেছেন। আমি আপনার মামলা শুনব না।
পরে পুলিশ ডেকে রুবেল আহমেদকে লকআপে দুই ঘণ্টা আটকে রাখা হয় বলে তিনি জানান। এ বিষয়ে গতকাল (২২ ডিসেম্বর) তিনি ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত আবেদন করেন।
• এই প্রতিবেদনের পরবর্তী আপডেট : দুই শর্তে আইনজীবীদের বিক্ষোভ স্থগিত
টিএইচ/এইচকে