দুই শর্তে আইনজীবীদের বিক্ষোভ স্থগিত
সিএমএম আদালতের সামনে আইনজীবীরা
ঢাকা আইনজীবী সমিতির সদস্যকে দুই ঘণ্টা আটক রাখার অভিযোগে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরকে অপসারণের দাবিতে করা বিক্ষোভ কর্মসূচি দুই শর্তে স্থগিত করেছেন আইনজীবীরা। শর্ত দুটি হলো- ওই বিচারকের এজলাসের কার্যক্রম স্থগিত থাকবে এবং মন্ত্রণালয়ের সঙ্গে অপসারণের বিষয় নিয়ে কথা বলবেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. রুবেল আহমেদ ভূঁইয়াকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ২ ঘণ্টা আটক রাখার অভিযোগে বিচারক অপসারণের দাবিতে আজ সকাল সাড়ে ১০ টায় ঢাকার সিএমএম আদালতে এ আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ আইনজীবীরা। এ সময় তারা আদালতের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং আদালত বর্জন করেন।
আমি একজন আইনজীবী হিসাবে অপমানিত হয়েছি। এই ঘটনায় সব আইনজীবী অপমানিত হয়েছেন।
মো. রুবেল আহমেদ
বিজ্ঞাপন
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। তিনি বলছেন, এখন থেকে ওই এজলাসের কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি ওই বিচারক অপসারণের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। এর পরিপ্রেক্ষিতে আপাতত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছি। তবে আমরা চাই বিষয়টির দ্রুত সিদ্ধান্ত আসুক।
কী হয়েছিল আদালতে, বিক্ষুব্ধদের অভিযোগ কী
জানা গেছে, ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. রুবেল আহমেদ ভূঁইয়া মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে যান। সেসময় তিনি পেশকারের কাছে বিচারকের আসার সময় জানতে চান। সকাল সাড়ে দশটায় বিচারক এজলাসে উঠবেন বলে পেশকার তাকে জানান।
আইনজীবী মো. রুবেল আহমেদ ভূঁইয়া বলেন, বেলা ১১ টার পরেও বিচারক এজলাসে না আসায় পেশকারের কাছে সঠিক সময় জানতে চাই। পরে বিচারক এজলাসে আসার পর মামলা শুনানির জন্য ডাক দিলে আমি সামনে যাই। বিচারক আমাকে বলেন, আপনি কোর্টে বিশৃংখলা সৃষ্টি করেছেন। আমি আপনার মামলা শুনব না।
রুবেল আহমেদ বলেন, আমি স্যারকে বারবার বলেছি আমি তো কোনো অন্যায় করিনি। আমাকে কেন লকআপে ঢুকতে হবে? তারপরেও পুলিশ ডেকে আমাকে দুই ঘণ্টা লকআপে আটক রেখেছেন।
তিনি বলেন, আমি একজন আইনজীবী হিসাবে অপমানিত হয়েছি। এই ঘটনায় সব আইনজীবী অপমানিত হয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে মঙ্গলবার তিনি ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত আবেদন করেন।
টি এইচ/এইচকে/এনএফ