টুকুকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
পুলিশের ওপর হামলার ঘটনায় পল্টন থানায় করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আদালতে হাজির করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ২৬ মে রাজধানীর পল্টন থানা এলাকায় আসামিরা পরস্পর যোগসাজশ করে মশাল মিছিল, সরকারি বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য এবং ভাঙচুরসহ পুলিশকে আক্রমণ করে গুরুতর জখম করে। ওই ঘটনায় পল্টন থানার এসআই মো. কামরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এনআর/এফকে
বিজ্ঞাপন