নকল মাস্ক সরবরাহ: শারমিন জাহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল
নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের অভিযোগে এন৯৫ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (০৯ মার্চ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন।
বিজ্ঞাপন
গত বছরের ২৪ জুলাই রাত সাড়ে ১০টায় তাকে শাহবাগ এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। এরপর ২৫ জুলাই আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২৮ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ২৩ জুলাই রাতে নকল মাস্ক সরবরাহের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। এ মামলায় এন৯৫ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে আসামি করা হয়।
বিজ্ঞাপন
টিএইচ/জেডএস