রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল জায়েদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আসলাম।

আইনজীবী ফরহাদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আব্দুল্লাহ জায়েদ ১ বছর ৯ মাস কারাগারে রয়েছেন। এখনও তার বিচার শুরু হয়নি। এ কারণে আদালত তাকে জামিন দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আসলাম বলেন, আমরা জঙ্গি সদস্য আবদুল্লাহ আল জায়েদের জামিনের বিরোধিতা করেছি। তার জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে ২০২১ সালের ৩০ এপ্রিল রাজধানীর পল্লবী ও মানিকগঞ্জের শিবালয় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্য সজিব হোসেন খান (২২) ও আব্দুল্লাহ জায়েদকে (১৯) আটক  করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে আনসার আল-ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই জব্দ করা হয়।

তারা ধর্মীয় ব্যাখ্যা বিকৃত করে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করায় সক্রিয় ছিল। তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরমপন্থার উসকানি দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে আসছিল। আব্দুল্লাহ জায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামি আইডি ব্যবহার করে আনসার আল-ইসলামের সদস্যের সঙ্গে যোগাযোগ করতেন। এছাড়া আনসার আল-ইসলাম সদস্যদের নিয়ে অনলাইনভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করতেন।

এমএইচডি/এসকেডি