বিরোধ মীমাংসায় বিচারকদের মেডিশেয়ন পদ্ধতি প্রতিপালনের নির্দেশ
যেসব আইনে মেডিয়েশন বা মধ্যস্থতার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে বিচারের ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের তা প্রতিপালন করার নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী।
এছাড়া প্রত্যেক জেলার দায়িত্বপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তাদের বিরোধ মীমাংসার ক্ষেত্রে মেডিয়েশন পদ্ধতি প্রয়োগের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ মার্চ) বিকেলে বরিশাল বিভাগের বিচারকদের মেডিয়েশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিচারপতি মোহাম্মদ ইমান আলী এসব নির্দেশনা দেন। বরিশাল বিভাগের বিভিন্ন আদালতের ২৫ জন বিচারক দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) ভার্চুয়ালি এ প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করেছে। প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল, জম্মু-কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি গীতা মিতাল, ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, আফ্রিকা-এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেডলিন কিমিই, বিমসের চেয়ারম্যান এস এন গোস্বামী, আন্তর্জাতিক প্রশিক্ষক কেভিন ব্রাউন, মি. ইনভাবিজায়ান, অ্যাক্রিডিটেড মেডিয়েটর তনুশ্রী রায়, প্রিয়াংকা চক্রবর্তী ও পিরোজপুরের জেলা জজ মোহাম্মদ মহিদুজ্জামান।
বিজ্ঞাপন
বিমসের চেয়ারম্যান এস এন গোস্বামী ঢাকা পোস্ট-কে বলেন, বিরোধ মীমাংসায় মেডিয়েশনের (মধ্যস্থতা, আপস) ওপর গুরুত্ব দিতে ধারাবাহিক প্রশিক্ষণের অংশ হিসেবে বরিশাল বিভাগের বিচারকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির উদ্যোগে রংপুর ও রাজশাহী বিভাগের বিচারকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এমএইচডি/এফআর