দীর্ঘ ১৩ বছরের বিচারিক জীবনে প্রথমবারের মতো বাংলায় রায় দিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

বুধবার (১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ দুর্নীতি সংক্রান্ত এক মামলার রায় বাংলায় দেন। রায় ঘোষণার সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার জানান, ভাষার মাসে আরও বাংলায় রায় দেবেন তারা।

আদালতে ওই মামলায় আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মজনু মোল্লা ও মো. রুহুল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও  সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।

এই রায় ঘোষণার সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ১৩ বছরের বিচারিক জীবনে প্রথম বাংলায় রায় দিলাম। বাংলায় এই রায় দিতে পেরে গর্ববোধ করছি। ভাষার মাসে আরও বাংলায় রায় দেওয়ার প্রত্যাশা রাখছি।

এমএইচডি/কেএ