পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও ৭৬টি চেকে জোর করে সই নেওয়ার অভিযোগে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) অতিরিক্ত উপকমিশনার নাজমুল হকসহ চারজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে উত্তরার পোশাক ব্যবসায়ী আতিকুর রহমান বাদী হয়ে এ মামলার আবেদন করেন। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল গণী টিটো শুনানি করেন। শুনানি শেষে আদালত নথি পর্যালোচনার জন্য আদেশ অপেক্ষমান রাখেন।

মামলার আবেদনে ডিবি পরিদশর্ক সাইফুল ইসলাম, সাভারের জালেশ্বরের সাইদুর রহমান হাবিব ও উত্তরার মুকাররাম হোসেন জিমিকে আসামি করা হয়েছে।

ঢাকা মহারগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

মামলার আবেদনে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে। এছাড়া অন্যদের ‘পুলিশ কর্মকর্তাদের সহযোগী’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে ‘ব্যবসার ছদ্মবেশে প্রতারণার’ অভিযোগ করা হয়েছে।

এনআর/এসএম