বিচারপতি মানিকের গাড়িতে হামলা : যুবদল নেতার জামিন বহাল
রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (৮ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এ আদেশের ফলে আলী আকবর চুন্নুর মুক্তিতে কোনো বাধা নেই বলে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন।
বিজ্ঞাপন
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, নয়া পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে ২ নভেম্বর বিএনপি ও অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। জামিন পাওয়া আলী আকবর চুন্নুকে গত ৯ নভেম্বর মোহাম্মদপুর অফিস থেকে গ্রেপ্তার করা হয়। গত ১০ এপ্রিল হাইকোর্ট তাকে জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনে ১৯ এপ্রিল চেম্বার আদালত ২৬ এপ্রিল পর্যন্ত জামিন আদেশ স্থগিত করেন। এরপর ২৬ এপ্রিল চেম্বার আদালত তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে পাঠান। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ তার জামিন বহাল রাখলেন।
বিজ্ঞাপন
এমএইচডি/এসকেডি