বাংলাদেশ আইনজীবী ঐক্যপরিষদের জাতীয় কাউন্সিল ও ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারা দেশের আইনজীবীরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ. এম. আমিন উদ্দিন ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এছাড়া সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সম্মেলন শেষে জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে বিভাস চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক  হিসেবে অনুপ কুমার সাহা এবং সুপ্রিম কোর্ট শাখার সভাপতি হিসেবে প্রবীর রঞ্জন হালদার এবং সাধারণ সম্পাদক হিসাবে মিন্টু কুমার মণ্ডল নির্বাচিত হন। নতুন কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

এমএইচডি/এসকেডি