দোকানে চুরি করতে গিয়ে দোকান মালিককে হত্যার অভিযোগে সাভার থানায় দায়ের করা মামলায় আসামি আজিমউদ্দিনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১ জুন) ঢাকা জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিমল সমাদ্দর বিষয়টি জানিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ অক্টোবর রাতে দোকানের পেছনের দরজা খোলা দেখে আসামি আজিমউদ্দিন ভেতরে প্রবেশ করেন। ভুক্তভোগী আইয়ুব ঘুমিয়ে পড়লে আজিমউদ্দিন তার মুখে বালিশ চেপে ধরেন। জেগে উঠার চেষ্টা করলে আজিমউদ্দিন তার গলায় হাত দিয়ে আরও জোরে চেপে ধরে। তখন আইয়ুবের হাত পা নড়াচড়া বন্ধ হয়ে যায়। এরপর আসামি আজিমউদ্দিন ভুক্তভোগী আইয়ুবের গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন। এসময় তার দোকান থেকে একটি কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে। 

এ ঘটনায় ২০১৫ সালের ২৫ অক্টোবর সাভার থানায় হত্যা মামলা দায়ের হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। একই বছরের ১১ জুলাই আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এনআর/এমএ