সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা স্থগিত করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্ট থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অত্র কোর্টের প্রশাসন ভবন নং-৪ এর দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে অনুষ্ঠাতব্য ফুলকোর্ট সভা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো।

এর আগে গত ৮ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

ওইদিন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো.মিজানুর রহমান বলেছিলেন, ১২ জুন সোমবার বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অত্র কোর্টের প্রশাসনিক ভবনে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

এমএইচডি/এমজে