ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের ঘোষণা আজ
বিএনপি ও সমমনা সব রাজনৈতিক দলের আইনজীবী এবং বিরোধীদলীয় আইনজীবীদের নিয়ে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
সোমবার (১২ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ১ নম্বর হলরুমে এ ফ্রন্টের ঘোষণা দেওয়া হবে।
বিজ্ঞাপন
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের অন্যতম উদ্যোক্তা জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার ও সুপ্রিম কোর্ট বারসহ দেশের সমস্ত আইনজীবী সমিতিসমূহকে স্বাধীন রাখা এবং সর্বোপরি আইনজীবীদের অধিকার-মর্যাদা রক্ষার অঙ্গীকার নিয়ে সিনিয়র আইনজীবীরা, সুপ্রিমকোর্ট বার সহ সারা দেশের বার সমূহের সভাপতি/সম্পাদকরা এবং অন্যান্য পদে নির্বাচিত নেতারা ও বার সমূহে আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাসী আইনজীবী সংগঠনসমূহের প্রতিনিধিদের নিয়ে একটি বৃহৎ পরিসরে আন্দেলনের প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে, যার নাম ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট’।
এ ফ্রন্টের লক্ষ্য, উদ্দেশ্য সম্বলিত বক্তব্য এবং কমিটি পরিচিতির জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
এমএইচডি/এসএম