নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ৭ সেপ্টেম্বর
ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগে দলটির একাংশের সভাপতি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আগামী ৭ সেপ্টেম্বর এ মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।
বিজ্ঞাপন
এর আগে, গতকাল (সোমবার) রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নুর ছাড়াও এ মামলার আসামিরা হলেন- সাইফুল ইসলাম (২৮) এবং ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তারেক।
বিজ্ঞাপন
এজাহারে অভিযোগ করা হয়, রোববার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভায় অংশ নিতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন তিনি। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এনআর/কেএ