ইয়াবা উদ্ধার মামলায় দুই পুলিশের কারাদণ্ড
রাজধানীর পল্টন মডেল থানাধীন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন এলাকায় দুই পুলিশের পকেট থেকে ইয়াবা উদ্ধারের মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জি এম আনোয়ার হোসেন ও কনস্টেবল মো. মিজানুর রহমানের এক বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাদেরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ রায় ঘোষণা করেন। এদিন জামিনে থাকা আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আদালত তাদেরকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ নভেম্বর সন্ধ্যায় পুলিশ জানতে পারে, পল্টন মডেল থানাধীন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দেন। এসময় আসামি আনোয়ারের পকেট থেকে ১৬ পিস ইয়াবা ও দুই হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। অপর আসামি মিজানুরের পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আরশাদ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২০ সালের ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় আদালত চারজনের সাক্ষ্যগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এনআর/জেডএস