স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চাষী ব্র্যান্ডের অধীনে সুগন্ধি চিনিগুড়া চাল প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে পাটজাত মোড়ক ব্যবহারে না করে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চাষী ব্র্যান্ডের অধীনে সুগন্ধি চিনিগুড়া চালে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান এবং কোনোভাবেই চালের উপর প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না- এই মর্মে পার্ট অধিদপ্তরের নোটিশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (২৮ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার বিভূতি তরফদার।

আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, গত ৫ জুলাই সহকারী পরিচালক পার্ট অধিদপ্তর, দিনাজপুর একটি নোটিশ প্রদান করেন। নোটিশে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চাষী ব্র্যান্ডের অধীনে সুগন্ধি চিনিগুড়া চাল পাটজাতমোড়ক বাধ্যতামূলক ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেন এবং কোনোভাবেই চালের উপর প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না, যদি ব্যবহার করা হয় তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে মালামাল জব্দসহ জরিমানা বা কারাদণ্ড বা উভয় দণ্ড প্রদান করা হবে। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যারিস্টার বিভূতি তরফদার হাইকোর্টে রিট করেন।

আজ রিট শুনানিতে সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী আদালতে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪০ অনুচ্ছেদ অনুসারে আইনের দ্বারা যৌক্তিক বাধানিষেধ- সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা রয়েছে। কিন্তু পাট মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে তাহা সম্পূর্ণরূপে সংবিধানের অনুচ্ছেদ ৪০ এর বহির্ভূত এবং এর কোনো আইনগত ভিত্তি নাই।

তিনি আরও বলেন, সুগন্ধি চিনিগুড়া চালের ক্ষেত্রে পাটের ব্যাগ বাস্তবসম্মত নয়। কারণ, এটি সাধারণ চাল থেকে সম্পূর্ণ ভিন্ন। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় চাষী ব্র্যান্ডের সুগন্ধি চিনিগুড়া চাল রপ্তানির অনুমতি দেয়।

এমএইচডি/এমজে