রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, মো. রুবেল হোসেন ও মো. পারভেজ। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শুক্রবার দুপুরে শেরেবাংলা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত মঙ্গলবার (৬ এপ্রিল) বিচারক প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (৫ এপ্রিল) শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে উত্তরা জোনাল টিম।

টিএইচ/ওএফ