বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদকের করোনা
কাজী সালাউদ্দিন দিদার ও শাহ মো. মামুন
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মো. মামুন ও সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১০ এপ্রিল) বিকেলে অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব শাহ মো. মামুন নিজেই ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন,‘গত ২৯ মার্চ করোনাভাইরাস পরীক্ষায় আমাদের দুজনের পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। আমাদের শারীরিক অবস্থা ভালো। সবার কাছে দোয়া চাই।
সভাপতি শাহ মো মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির এবং সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার ঢাকা জেলা দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৭৭ জন মারা গেছেন। একই সময়ে দেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৪৩ জন।
টি এইচ/আরএইচ