ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) পাঁচজন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১১ এপ্রিল) সিএমএম আদালতের সংশ্লিষ্ট একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তরা হলেন,-ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক, রাজেশ চৌধুরী, শহিদুল ইসলাম, বেগম মাহমুদা খাতুন ও মাসুদ উর রহমান।

সূত্র জানায়, গত ২৭ ও ২৮ মার্চের পর থেকে এ সব ম্যাজিস্ট্রেটরা আক্রান্ত হয়েছেন। গতকাল (১০ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা খাতুনের করোনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসে। আক্রান্ত অন্য বিচারকরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সবার শারীরিক অবস্থা ভালো।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। একই সময়ে দেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। এর আগে গতকাল (শনিবার) সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিল।

টিএইচ/আরএইচ