হেফাজতের কর্মকাণ্ডে উস্কানি : আজিজুল হক মোল্লা কারাগারে
সাম্প্রতিক সময়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া আজিজুল হক মোল্লাকে (৩২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলো।
সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, রমনা থানায় দায়ের করা মামলায় তিনদিনের রিমান্ড শেষে আজিজুলকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৮ এপ্রিল আজিজুল হক মোল্লার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
বিজ্ঞাপন
রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার অভিযোগে বলা হয়, আজিজুল হক নামে একটি ফেসবুক আইডি থেকে আইনশৃঙ্খলার অবনতি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সরকারবিরোধী বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়। আগের রেকর্ড করা ভিডিও বিশেষ উপায়ে লাইভ হিসেবে প্রচার করে বর্তমানে হেফাজতে ইসলামের সমর্থক গোষ্ঠীর চলমান উগ্রতাকে উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে গুজব ছড়ানো হয়।
টিএইচ/এসএসএইচ/জেএস