রাজধানীর ওয়ারী এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত দলের ছয় সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. মামুন বেপারী (৪০), মো. হেলাল (৩৪), মফিজুল ইসলাম সুমন (৩৮), আবু আসরারুল ইমান ওরফে আশু (৩৮), মো. আসিফ চৌধুরী (৪৮) ও ইয়ার মোহাম্মদ (৫২)। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আজ দুপুরে ওয়ারি থানার মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের একাধিক আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলে বিচারক একাধিক আইনজীবীর আবেদনটি নিষ্পত্তির জন্য ঢাকা আইনজীবী সমিতিতে পাঠান। নিষ্পত্তি শেষে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ এপ্রিল) ওয়ারী থানার ভগবতী ব্যানার্জী রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি দেশীয় ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ছুরি একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা করা হয়।

টিএইচ/আরএইচ