পরিস্থিতি পর্যবেক্ষণ করে আদালত বন্ধের বিষয়ে সিদ্ধান্ত
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন / ফাইল ছবি
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনা রোধে কঠোর লকডাউনের সময় উচ্চ আদালতের বেঞ্চ বাড়ানো হবে না-কি সব আদালত বন্ধ ঘোষণা করা হবে সে বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) আপিল বিভাগে মামলার শুনানির এক পর্যায়ের এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দেশে ভার্চুয়াল আইন হওয়ায় কোর্ট চালানো যাচ্ছে। না হলে কোর্ট বন্ধ করে দিতে হতো। এখনও ভারত-পাকিস্তানে এ আইন হয়নি। পাকিস্তানে এখনও ফিজিক্যাল কোর্ট হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা দৈনিক পরিস্থিতি দেখছি, পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নেব। এ সময় তিনি করোনা পরিস্থিতিতে আইনজীবীসহ সবাইকে সতর্ক থাকতে বলেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যে হাইকোর্টের চারটি বেঞ্চ চালু রাখা হয়েছে। বেঞ্চ বাড়ানোর দাবিতে আইনজীবীদের একাংশ মানববন্ধন ও মিছিল করে আসছেন।
বিজ্ঞাপন
এমএইচডি/এসকেডি