দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সস্ত্রীক ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নেত্রকোণায় অবস্থিত মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে স্ত্রী নাফিসা বানুসহ ভোট দেন প্রধান বিচারপতি। 

ভোট দেওয়ার পর প্রধান বিচারপতি বলেন, ভোটের পরিবেশ ভালো। ভোটাধিকার প্রয়োগ প্রতিটি নাগরিকের দায়িত্ব। আশা করছি— সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন। 

প্রধান বিচারপতির ছোট ভাই সাবেক সচিব সাজ্জাদুল হাসান নেত্রকোণা- ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এর আগে সকাল ৮ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

এমএইচডি/এমজে