আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

সোমবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল শিগগিরই প্রকাশ করা হবে। দ্রুত ফলাফল প্রকাশের জন্য এবার বিচারকদের বাইরে খাতা দেখানো হয়েছে। চলতি মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।

উল্লেখ্য, এবার আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হয়। গত ২৭ ফেব্রুয়ারি বিশৃঙ্খলার কারণে বাতিল হওয়া পাঁচ কেন্দ্রের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষা চলাকালে এসব কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে পাঁচ কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়। তবে ওইদিন বাকি চারটি কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সেগুলো বহাল রাখা হয়। দুই ধাপে ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন।

এমএইচডি/এসকেডি/জেএস