মাওলানা কোরবান আলীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।
আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, বুধবার( ২১এপ্রিল) পল্টন থানায় দায়ের করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করেন তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবোর বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
টিএইচ/এসকেডি
বিজ্ঞাপন