অস্ত্র আইনের মামলায় মুন্সীগঞ্জের গজারিয়ার থানার আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধানের জামিন বাতিলে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এই আবেদন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেছেন চেম্বার আদালত।

বুধবার (২১ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এদিন ঠিক করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

২০২০ সালের ১৯ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত গিয়াসউদ্দিন প্রধানের ছেলে রিটু প্রধানকে অস্ত্র মামলায় গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রিটুকে গ্রেফতারের সময় তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান ও তাদের ব্যবসায়ী পার্টনার আলমগীর হোসেন বাধা দিলে তাদেরকেও আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে, সরকারি কাজে বাধা দান এবং মাদকসহ তিনটি মামলা হয়।

মামলার প্রধান আসামি রিটু প্রধান সরকারি কাজে বাধা এবং মাদক মামলায় আগেই জামিন পান। সর্বশেষ গত ২১ মার্চ অস্ত্র আইনের মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। ওই জামিনাদেশ বাতিল এবং আসামির আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আপিল দায়ের করে। বুধবার চেম্বার আদালত ওই আপিলের শুনানির জন্য ২৯ এপ্রিল দিন ঠিক করেন।

এমএইচডি/এমএইচএস