ভোলার মনপুরা থানার গণধর্ষণের অভিযোগের মামলার আসামি বেলাল পাটোয়ারীকে জামিন দেননি হাইকোর্ট। আদালত তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন।

সোমবার (২৬ এপ্রিল) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।

মামলার নথি অনুযায়ী, ভোলার চরফ্যাশন থানার এক গৃহবধূ মনপুরা থানার চরপিয়াল চরে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ২০১৯ সালের ২৬ অক্টোবর মনপুরা থানায় মামলা হয়। এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বেলাল পাটোয়ারীসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। 

এরপর বেলাল পাটোয়ারী গতবছর ২ সেপ্টেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত তার আবেদন খারিজ করে কারাগারে পাঠান। এরপর থেকে এ আসামি কারাবন্দি। এ অবস্থায় হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। 

এমএইচডি/আরএইচ