সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ও তার সহধর্মিণী সুফিয়া আমজাদের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সাকিব রেজোয়ান কবীর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহীন আহমেদ।

রিট আবেদনকারীর বক্তব্য তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে চান। আগামী ১৫ জুলাই দেশে ফিরতে চান। এজন্য প্রয়োজনীয় সব তথ্য দিয়ে দুদকের কাছে সর্বশেষ আবেদন করা হয়েছে গত ২৯ মার্চ। কিন্তু দুদক কোনো জবাব দিচ্ছে না।

শুনানি শেষে আদালত এই আবেদনটি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দেন। গত ৪ এপ্রিল হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে তা নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এমএইচডি/ওএফ