আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) তিন শিক্ষককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৬ মে) রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।  তিন শিক্ষক হলেন : ড. মাহবুব রহমান, কাওসার আহেমেদ ও নিজাম উদ্দিন।

উল্লেখ্য, গত বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের ঘটনায় ছাত্রলীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহসম্পাদক কামাল উদ্দিন বাদী হয়ে ওই বছরের ১০ ফেব্রুয়ারি সীতাকুণ্ড থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়, ওই তিন শিক্ষকের প্ররোচনায় ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। ওই তিন শিক্ষক জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ মামলায় গত বছরের ২০ সেপ্টেম্বর তাদের হাইকোর্ট জামিন দেন। পরবর্তীতে তিন শিক্ষকের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এমএইচডি/এসকেডি