চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী।

মঙ্গলবার (১১ মে) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদের আদালতে  এ জবানবন্দি দেন তিনি। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ) আব্দুল্লাহ আল মাসুম।

তিনি বলেন, জাকারিয়া নোমান ফয়জীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রিমান্ড শেষে তিনি আদালতে তাণ্ডবের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হাটহাজারীতে যে সহিংসতা হয়েছিল তাতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন তিনি। জবানবন্দি শেষে জাকারিয়া নোমান ফয়জীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ৫ মে  কক্সবাজারের চকরিয়া থেকে নোমান ফয়জীকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। তাকে ৬ মে আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ডে পায় পুলিশ। রিমান্ড শেষে হাটহাজারীতে গত ২৬ ও ২৭ মার্চ সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিজের দায় স্বীকার করলেন এ হেফাজত নেতা।

এছাড়া গত ৬ মে রাতে চট্টগ্রামের হাটহাজারী থানায় এক নারী বাদী হয়ে নোমান ফয়জীর বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা দায়ের করেন।

কেএম/এসকেডি