রাজধানীর গুলশান-২ এলাকার মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বারে অভিযানে গ্রেফতার ১১ জনের মধ্যে তিনজনকে একদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর আটজনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন থাকার থেকে এ তথ্য জানা গেছে। 

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রিজওয়ান রোজারিও, হৃদয় ও নাসির উদ্দিন। অন্যদিকে কারাগারে যাওয়া আসামিরা হলেন-দীন ইসলাম, সৌরভ কস্তা, ওমর ফারুক, মো. মাসুম, ইলিয়াস, জুলহাস, বিজয় ও শিমুল কস্তা।

সূত্র জানায়, এদিন গুলশান থানার মামলায় তদন্ত কর্মকর্তা তিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৮ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিনজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আর বাকি ৮ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৮ মে) রাতে গুলশান থানা পুলিশ মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বারে অভিযান চালায়। এ সময় অভিযানে ১১ জনকে গ্রেফতারসহ এ ঘটনায় গুলশান থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

টিএইচ/আরএইচ