সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এ রহিম করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২০ মে) সকালে রাজধানীর পুলিশ হাসপাতালে তিনি মারা যান। তার মারা যাওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

তিনি জানান, অ্যাডভোকেট এস এ রহিম একজন অত্যন্ত সৎ এবং সজ্জন মানুষ ছিলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এস এ রহিম প্রথম জীবনে নটরডেম কলেজের শিক্ষক ছিলেন। তারপর আইন পেশায় আসেন। সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন তিনি।

এমএইচডি/জেডএস