২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ১০ বছরের দণ্ডিত বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আপিল জজ আদালতের পরিবর্তে হাইকোর্টে শুনানি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (২৭ মে) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ওই আবেদনের ওপর আদেশ দিবেন। বুধবার (২৬ মে) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর। পরে হাবিবুল ইসলাম জেলা জজ আদালতে আপিল দায়ের করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম বলেন, জজ আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। তাই ১০ বছরের দণ্ডিত হাবিবুল ইসলাম হাবিবের আপিল শুনানির আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে রিভিশন দায়ের করেছে। মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষের যুক্তি হলো- যাদের ৭ বছরের বেশি দণ্ড হয়েছে তাদের আপিল শুনানি জজ কোর্টে নয়, হাইকোর্টে হতে পারে। তাই এই রিভিশন দায়ের করা হয়েছে।

এমএইচডি/এমএইচএস