হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীর আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার ২০১৩ সালের পল্টন থানার নাশকতা মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে উপস্থাপন করা হয়। এরপর চলতি বছর পল্টন থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় আবারও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২২ মে মনির হোসেন কাসেমীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২১ মে রাত ৮টায় রাজধানীর বারিধারা থেকে মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতা ও ২০২০ সালের নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

টিএইচ/এসকেডি