রাজধানীর শাহবাগ থানার নাশকতা মামলায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ তিন জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
 
রোববার (০৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত (ভার্চুয়াল) শুনানি শেষে এ আদেশ দেন। 

মামলার অপর আসামিরা হলেন- ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ক্রীড়া সম্পাদক আরেফিন হোসেন। 

গত ১৯ এপ্রিল এ মামলায় বিন ইয়ামিন ও আরেফিনকে এবং আখতারকে গত ২৭ এপ্রিল গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।এরপর গত ৩০ এপ্রিল বিন ইয়ামিন ও আরেফিনকে এবং ২১ মে আখতারকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মোদিবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় শাহবাগ থানায় মামলাটি দায়ের করে পুলিশ। মামলায় পুলিশের ওপর হামলা, মারধর, হত্যাচেষ্টার পাশাপাশি বিস্ফোরক আইনের অভিযোগ আনা হয়।

টিএইচ/জেডএস