রাজধানীর যাত্রাবাড়ীতে নারিকেলের ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গ্রেফতার মাদক কারবারি মা সাফিয়া খাতুন ও মেয়ে আসমার একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এদিন যাত্রাবাড়ী থানার মামলায় তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

বুধবার (৯ জুন) বিকেল পৌনে পাঁচটার দিকে র‌্যাবের একটি দল রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা নারিকেলের ভেতরে করে ৪০ লাখ টাকার হিরোইন পাচার করছিলেন। 

র‍্যাব জানায়- গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন তারা।

টিএইচ/আরএইচ