বিবস্ত্র করে নির্যাতন: সোহাগ মেম্বারের জামিন বহাল
হাইকোর্টর ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলার আসামি স্থানীয় মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ প্রকাশ ওরফে সোহাগ মেম্বারের (৪৫) জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান এ আদেশ দেন।
বিজ্ঞাপন
গত ০২ জানুয়ারি সোহাগ মেম্বারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসমিপক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.সারওয়ার হোসেন বাপ্পী।
পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
বিজ্ঞাপন
গত ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন প্রকাশ দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে মামলা দুটি থেকে গ্রেপ্তার আসামি রহমত উল্যা ও মাইন উদ্দিন শাহেদকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযুক্ত ১৪ জনের মধ্যে চার জন এখনো পলাতক রয়েছেন।
গত ১৫ ডিসেম্বর নোয়াখালী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল।
মামলার আসামিরা হচ্ছেন, দেলোয়ার হোসেন দেলু (২৬), জামাল উদ্দিন প্রকাশ প্রবাসী জামাল (৫২), নূর হোসেন বাদল (২২), আব্দুর রহিম (২০), মোহম্মদ আলী প্রকাশ আবুল কালাম (২৩), সামছুদ্দিন সুমন প্রকাশ কন্ট্রাক্টর সুমন (৩২), ইস্রাফিল হোসেন মিয়া (২১), মাইন উদ্দিন সাজু (২১), নূর হোসেন রাসেল (২৯), আনোয়ার হোসেন সোহাগ (২৪), আব্দুর রব চৌধুরী প্রকাশ লম্বা চৌধুরী (৫০), মোস্তাফিজুর রহমান প্রকাশ আরিফ (১৯), মিজানুর রহমান প্রকাশ তারেক (২০), মোয়াজ্জেম হোসেন সোহাগ প্রকাশ সোহাগ মেম্বার (৪৫)।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায় কয়েকজন যুবক। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর নির্যাতনের ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় ওই দিন রাতেই দুটি মামলা হয়।
এমএইচডি/এসআরএস