ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বেঞ্চ সহকারীর মৃত্যুর ঘটনায় ‘চিকিৎসায় অবহেলার’ অভিযোগ এনে পুরান ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালের চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইখতিয়ার রহমান নামের ওই বেঞ্চ সহকারীর স্ত্রী শারমিন আফরোজ লাবনী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তকির আদালতে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি গেন্ডারিয়া থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন– আসগর আলী হাসপাতালের ‘হেড অব অপারেশন’ এ কে এম মোরশেদ আহমেদ চৌধুরী, চিকিৎসক মো. মতিউর ইসলাম, আইসিইউ সংশ্লিষ্ট চিকিৎসক, ‘অ্যাডমিশন ডেস্কের’ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ‘বিল সেকশনের’ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট ‘কাস্টমার ম্যানেজার’। এছাড়া অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ইখতিয়ার রহমান শরীরে জ্বর নিয়ে গত ৫ অক্টোবর রাত ২টার দিকে আসগর আলী হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলায়’ ৬ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি।

এনআর/বিআরইউ