কফিলউদ্দিন হত্যা : তিন আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন
নারায়ণগঞ্জের আলোচিত হাজী কফিলউদ্দীন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন, জাকির হোসেন হাজী ও কাজী জয়নালের সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামানকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে নিম্ন আদালত এ মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দেন।১২ জনকে যাবজ্জীবন দেওয়া হয়।
২০১১ সালে হাইকোর্ট তিনজনের মৃত্যুদণ্ড ও আসামি জামানের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। অপর ১২ আসামিকে খালাস দেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
নিজ মার্কেট ভাড়ার টাকা তুলতে গিয়ে নারায়ণগঞ্জের সানারপাড়ে হাজী কফিলউদ্দিন সুপার মার্কেটের মালিক কফিলউদ্দিনকে ২০০৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার দুই দিন পর ১৮ ডিসেম্বর ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন।
এমএইচডি/ওএফ